ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুটি সরকারি অফিসে পেট্রোল বোমা হামলা!

Mahamudul Hasan Babu
December 6, 2025 9:49 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সদর ভূমি অফিসের একটি কক্ষ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের তিনটি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাতের দিকে মাগুরা ভূমি অফিসের নিচ তালার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানলার কপাট খুলে বিকট শব্দে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় কক্ষে থাকা কম্পিউটার, প্রিন্টার, বিপুল পরিমাণে কাগজপত্র পুড়ে যায়। অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে সদর সাব রেজিস্টার এর এজলাসের পেছনে কিছু অংশে আগুন ধরে যায়। এজলাসে তেমন কোন ক্ষতি না হলেও আগুনে ৩ দলিল লেখকের বিপুল পরিমাণে দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সেখান থেকে ১ বোতল পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওসি মোঃ আইয়ুব আলী বলেন, ‘ঘটনা স্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।’ ঘটনা তদন্তে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (স্কোয়ার্ড লিডার) মোঃ আলেপ মোল্লা বলেন, ‘গতরাত সাড়ে তিনটার দিকে মাগুরা ভূমি অফিস থেকে ফোন আসে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যেয়ে দেখি রুমের আসবাপত্র পুড়ে গিয়েছে। পাশেই একটি বোতলে পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়। পরোবর্তিতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’