এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য সরকারি অর্থায়নে নতুন একটি ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
গতকাল শুক্রবার বেলা দুপুরে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। ধর্মপাশা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মাহবুবুল হক কায়সার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব প্রমুখ।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন, আমার ইউনিয়নটি হাওর এলাকা, ২০১৪ সাল থেকে দীর্ঘ দিন এই স্কুলের দায়িত্বে ছিলাম। এই বিদ্যালয়টি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা হয়েছে । এখন ভবন নির্মাণ এর পাশাপাশি শিক্ষক নিয়োগ দিয়ে কর্যক্রম চালু করলে শিক্ষার মান উন্নয়ন হবে ও এলাকা বাসী উপকৃত হবে। এই বিদ্যালয়ে সুনজর দেওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
