আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ; মেহেরপুরের গাংনীতে সরকারী কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীগণের সাথে নব যোগদানকারী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ।
শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কর্মকর্তা নাবিদ হোসেন।
গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য উপস্থাপন করেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোয়ন প্রার্থী আমজাদ হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহব্ায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার আমির ডা. রবিউল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু প্রমুখ। এছাড়াও গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, গাংনী থানার প্রতিনিধি এস,আই মহিবুল্লাহ, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউপির চেয়ারম্যান আলম হুসাইন, এনসিপির প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, মেহেরপুর জেলার একটি পরিচয় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার এবং ঐতিহাসিক জায়গা এই মেহেরপুর। আমি মেহেরপুরের সার্বিক উন্নয়ন করতে চাই। আমি আপনাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারন আপনারা আমাকে নানা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন। একটি জাতি তখনই উন্নত। যখন সে জাতি শিক্ষাই এগিয়ে। মেহেরপুর জেলা শিক্ষাই অনেকটা পিছিয়ে রয়েছে। তাই আমার প্রথম কাজ হবে শিক্ষার উপর বেশী গুরুত্বারোপ করবো। পরে মতবিনিময় সভায় মেহেরপুরের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিশেষ করে বিভিন্ন সরকারী দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা , বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
তিনি বলেন, আপনারা নানা সমস্যার কথা তুলে ধরেছেন। জেলা প্রশাসক একা এসব কাজ করতে পারবেন না। মাদক, বাল্য বিবাহ রোধ, সড়ক দুর্ঘটনা রোধ সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। মেহেরপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত জেলা প্রশাসকের নিকট প্রত্যাশার কথা তুলে ধরেন সূধীজনরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, কলেজ শিক্ষক মন্ডলীর পক্ষে গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রতিনিধি , সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
পরে তিনি ২৪ এর চেতনা শীর্ষক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
