মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি বগুড়া:সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া আয়োজিত বিজয় দিবস আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল রাউন্ডে জায়গা করে নিলো আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ।
৮ই ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী হিসাববিজ্ঞান বিভাগকে ১–০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বিভাগটি। ম্যাচের শুরু থেকেই আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, যার ফলে নির্ধারিত সময়ের একমাত্র গোলই তাদের বিজয় নিশ্চিত করে।
আগামী ১০ই ডিসেম্বর ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে জমে উঠেছে উত্তেজনা, কারণ দুই বিভাগেরই খেলা দেখার মতো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
টুর্নামেন্টকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফাইনাল ম্যাচে কারা বিজয়ের মুকুট পরবে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।
