মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে মাগুরা পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সময় আয়োজন করে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শরীফ তেহেরান টুটুল, রূপক আইচ, শাহিন আলম তুহিন, দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ বাপ্পি, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, মোঃ ইমরান হোসেন, আনারুল ইসলাম রবিন, নাইমুর রহমান দূর্জয়, মন্নুজান খাতুন ও শিউলি আফরোজ সাথীসহ অন্যরা।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, গ্রাম্য সামাজিক দলাদলি, টোপ প্রতারক (বিকাশ প্রতারক) পুলিশের অদক্ষতা, ছিনতাই, চুরি, সড়কে অবৈধ দখলদার, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, সড়কে অবৈধ নসিমন, মোবাইল গেম, সড়কে মোটরসাইকেল রেস সহ নানা সমস্যা তুলে ধরে তা প্রতিকারের আহ্বান জানান সাংবাদিকরা।
মাগুরা নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন- আমি মাগুরাতে নতুন এসেছি। মাগুরায় নানা মুখি সমস্যা রয়েছে। এগুলো দ্রুত সমাধানের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি । সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কঠিন চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হবে আমাকে। আপনারা আমাকে সবাই মিলে সার্বিকভাবে সহযোগিতা করলে আমি একটি সুন্দর মাগুরা উপহার দিতে পারবো।
