রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরে ইসলামপুর ভোলা বেপারী নিজ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরে পলবান্ধা বেপারী পাড়া গ্রামের নিজ বাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কারিমোল্লা বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব। ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দেলোয়ার বেপারী সঞ্চালনায় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক নাজীম হোসেন নোমান,পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়াম আল শাহফুল হক খলিফা,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি, সাবেক ছাত্রনেতা রাজু শাহ, সাবেক ছাত্রনেতা মিতুল,পৌর ৬নং ওয়ার্ড শাখার বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক জোয়ান আলী বেপারী ও ওয়ার্ড শাখার শ্রমিক দলের সভাপতি মোজা বেপারী প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপি নেতৃত্বের সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের অহংকার ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন,রোগমুক্ত হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার তৌফিক লাভ করেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেপারীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ তাওহিদুল ইসলাম আপন।
