ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নবগঠিত ৯৭ নং মৌজা গঠনে গেজেট বাতিল ও গণশুনানীতে অংশগ্রহনের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Mahamudul Hasan Babu
December 9, 2025 4:29 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলায় নবগঠিত ৯৭ নং মৌজা গঠনে গাংনী উপজেলার ৫০ নং বাহাগুন্দা মৌজার আর এস দাগ অন্তর্ভূক্ত করার গেজেট বাতিল ও গণশুনানীতে অংশগ্রহনের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামবাসী মানববন্ধন এর আয়োজন করে।
মানববন্ধনে লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে রাশেদুল ইসলাম বলেন আমরা মেহেরপুর জেলার গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের বাহাগুন্দা গ্রামের অধিবাসীবৃন্দ। এই গ্রাম টি ব্রিটিশ আমল হতে ছোট একটি মৌজায় গঠিত হয়েছে। কিন্তু গ্রামের মধ্যে নোয়াখালী পাড়া (ইসলামনগর) গ্রামের কিছু লোক নোয়াখালী জেলা হতে উঠে এসে বসবাস করে। বর্তমানে ইসলামনগর পাড়া বলে গ্রামটি পরিচিতি লাভ করেছে। ,আমরা জানতে পেরেছে, গোপনে ৫০ নং বাহাগুন্দা মৌজায় ১ নম্বর ম্যাপ হতে ১ হতে ১২৫৬ নং পর্যন্ত কর্তন করে নতুন মৌজার সাথে সংযুক্ত করে।আমাদেও গ্রামের বেশীরভাগ লোকজন নিরক্ষর ও কৃষক। কিন্তু জানার আগেই গোপনে নতুন মৌজা সৃষ্টিতে যাবতীয় কাজকর্ম প্রায় সম্পূর্ন করে। গ্রামের রৈাকজন জানতে পারে যে, আমাদেও গ্রামের বেশকিছু বাড়ির জমি, প্রাইমারী স্কুলের জমি ও আমাদেও মাঠের জমি এই মৌজার ভিতর অন্তর্ভূক্ত হয়েছে।আমরা গ্রামের সবাই মিলে আপনার ( জেলা প্রশাসক) বরাবর আবেদন করি। এবং হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে আপনার দপ্তর হতে নতুন কওে গণশুনানী শুরু করে। কিন্তু আমরা জানতে পারিনি যে. কোথায় গণশুনানী হচ্ছে। আমরা পরস্পর লোক মারফতে জানতে পারলাম যে, ইসলামনগর দাখিল মাদ্রাসায় মেহেরপুর সদর ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার গণশুনানী কওে আমাদেও সাথে কোন আলাপ আলোচনা করে নাই। আমাদের সদস্যা সমাধান করতে জেলা প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। তিনি আরও বলেন, নবগঠিত ৯৭ নং ইসলামনগর মৌজায় আমাদের ৫০ নং বাহাগুন্দা মৌজায় জমি সংযুক্ত না হয় সেই ব্যবস্থা করতে সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।