মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি : ” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা, র্যালি ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেক মূহিদের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা মামুন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানাসহ অন্যরা। আলোচনা সভা শেষে উপজেলার ৪ জন অদম্য নারীর হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
