Mon. Nov 25th, 2024

সাদুল্লাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে ঢাকায় ৬ জনসহ সারাদেশে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত  ।  শনিবার (২৬ অক্টোবর) বিকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা। সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ, আব্দুল হামিদ, তরবিয়াত সেক্রেটারী শফিউজ্জামান সুমন, বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শাহ আলম, ওলামা বিভাগ আব্দুল ওয়াদুদ, শ্রমিক বিভাগ সভাপতি আব্দুস সামাদ ও যুব বিভাগের সভাপতি এম আব্দুল হাদী প্রমুখ।  সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ   মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ থেকে সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী করা হয়।

By shahin

Related Post

Leave a Reply