সবুজ হোসেন, নওগাঁ:অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ একটি সহনশীল ও শান্তিপূর্ণ জেলা। এখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দকে পুলিশ অফিসে এসে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও নোট গ্রহণ করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক করতে জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে বলেও তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন। এ জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
