ঢাকাFriday , 12 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়কে নিয়ে কাজ করতে চায়: দেলাওয়ার হোসেন

Mahamudul Hasan Babu
December 12, 2025 12:11 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, জামায়াতে ইসলামী কখনো নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি বা জমি দখলের রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। বরং যে কোনো বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়ানোই তাদের রাজনৈতিক লক্ষ্য। যে কোন বিপদ আপদে আমরা আপনাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও আমরাই থাকবো। আপনারা ভয় পাবেন না।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু ভাবার কারণে অনেক সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কিন্তু জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট—বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কাউকে আলাদা করে দেখা হবে না। দেলাওয়ার হোসেন বলেন, “আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবার সমান অধিকার রয়েছে। আগামী দিনে কেউ নিজেকে সংখ্যালঘু ভাববেন না, আমরাও কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করব না।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। অতীতের প্রতিহিংসামূলক ও নোংরা রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উন্নয়নকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়ন, ইপিজেড স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষকদের সার সংকট দূরীকরণসহ সার্বিক উন্নয়নে তারা ইতিবাচক ভূমিকা রাখতে চান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান,জেলা জামায়াতের সেক্রেটারি এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র রায়, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বীসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার নেতাকর্মীরা সভায় অংশ নেন।