স্টাফরিপোর্টার মাগুরাঃ মাগুরার মহম্মদপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের নহাটা সাংগঠনিক অফিসের উদ্যোগে এক গ্রাহকের মৃত্যুদাবি চেক হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার খলিশাখালী গ্রামে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়,শহিদুল ইসলাম হিসাম নামে এক গ্রাহক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে ১৫ বছর মেয়াদি একক বীমা গ্রহণ করেন।সাত কিস্তিতে তার জমাকৃত মূল টাকা ছিল ৫৮ হাজার টাকা।বীমা চলাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত হয়ে মনোনীত ব্যক্তি-তার স্ত্রী শাজেদা খাতুনের হাতে ২ লাখ ২২ হাজার ৭০০ টাকার চেক হস্তান্তর করে।
এ উপলক্ষে গ্রাহকের বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মাগুরা জোন প্রধান সৈয়দ রহমত আলী। প্রাক্তন ইউপি সদস্য জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ছান্নু বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক, শাজেদা খাতুন ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন নহাটা অফিস ইনচার্জ গোপাল বিশ্বাসসহ অন্যরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিট ম্যানেজার মোঃ মজিবুর রহমান।
