ঢাকাFriday , 12 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে জবাই করে হত্যা

Mahamudul Hasan Babu
December 12, 2025 12:39 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় অটোরিকশা রিক্সা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হোমনা পৌর সভার কারারকান্দি-বাহেরখোলা রোডের পাশের ভুট্টার জমি থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোচালকের নাম শান্ত চন্দ্র দাস (১৮)। সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।
নিহত শান্তর বাবা গ্রামপুলিশ অরুন চন্দ্র দাস সাংবাদিকদের জানান, শান্ত অটোরিকশা চালাইতো। বৃহস্পতিবার বিকালে টিপ মারতে বের হয়ে আর ফিরেনী; রাত ৮টার পর মোবাইল ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। সকালে ফেসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি শান্তকে সনাক্ত করে। তিনি দাবী করেন, অটোরিকশা ছিনতাই করতেই তার সন্তানকে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি প্রশাসণ ও রাষ্ট্রের কাছে সন্তান হত্যার বিচার দাবী করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে কুমিল্লা কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।