ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থা এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 13, 2025 2:29 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী(,পঞ্চগড়) প্রতিনিধিঃজেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থা এর আওতায় এবং হলিকেয়ার মডেল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃদুলাল হোসেনের পরিচালনায় পঞ্চগড়ের আটোয়ারীতে ১২টি কিন্ডার গার্টেন স্কুলের ৫৩৩জন ( কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ডিসেম্বর) এবং আজ শনিবার (১৩ ডিসেম্বর) পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন,হলিকেয়ার মডেল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃআব্দুল করিম। কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থার সভাপতি মোঃসোয়েব আলী সবুজ। আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহেরুল ইসলাম, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম । কেন্দ্র সচিব মোঃআব্দুল করিম জানান, কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে যেকোন পরিবেশে নিজেদের তৈরী করার উপযোগী করে গড়ে তুলতে। তিনি আরো বলেন,প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।