ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“শত্রুরাও আমাদেরকে চাঁদাবাজ বলতে পারেনি” —ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

Mahamudul Hasan Babu
December 13, 2025 2:27 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ শহীদের স্মরণে এক ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারসংলগ্ন বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক ছাত্র-যুবকের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমাদের অপরাধ একটাই—আমরা ইসলামের পক্ষে কথা বলি এবং ইসলামী আদর্শে বিশ্বাস করি। মানুষকে আল্লাহর ইবাদতের পথে আহ্বান জানানোই আমাদের দায়িত্ব। শহীদদের রক্তের বিনিময়ে হলেও আমরা দ্বীনের পক্ষে কাজ করে যাব।”

তিনি বলেন, “কোরআনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে ইসলামের পক্ষে কাজ করছি। একটি মহল আমাদের ধ্বংস করতে চেয়েছিল; কিন্তু তারাই ইতিহাসের অস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ইসলামী আদর্শ অনুসরণ করার কারণেই শত্রুরাও আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলতে পারেনি।”

কেন্দ্রীয় সেক্রেটারি আরও বলেন, কেন্দ্রীয় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল বের করলে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জে ছাত্রশিবিরের সাতজন নিরস্ত্র কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, “এই শহীদদের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তারা যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের প্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শহীদদের রক্তের ঋণ শোধ করতে নৈতিকতা, আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আনিছুর রহমান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মো. ইউসুফ এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এছাড়া বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদদের স্মরণ যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে আদর্শিক সংগ্রামে রূপ নেয়।

সমাবেশ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।