ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Mahamudul Hasan Babu
December 13, 2025 2:29 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে শনিবার বসুরহাট পৌরসভা মিলনায়তনে বৃত্তি প্রদান করা হয়েছে। গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক অধ্যাপক আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী এবং কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবরার ফায়াজকে ল্যাপটপ প্রদান করা হয়। বাকি ৪৪৯ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।