মো.মেহেদী হাসান ভাঙ্গুড় (পাবনা) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, বিএনপির বর্তমান মনোনয়ন বহাল থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না। জনগণের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। দল যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে জনগণের স্বার্থে আমাকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে। স্থানীয় জনগণ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তায়ালাও ক্ষমা করবেন না।”
তিনি আরও বলেন, পাবনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের অভাব অনুভব করছেন। এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রত্যাশা পূরণে তিনি অতীতেও মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি মানুষের জন্য। মানুষ যদি আমাকে চায়, তাহলে আমি নির্বাচনের মাঠে থাকব।”
উল্লেখ্য, বর্তমানে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। তবে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ভেতরে-বাইরে আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম তার পূর্ববর্তী মেয়াদের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সংসদ সদস্য থাকাকালে তিনি এই এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং কৃষিখাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার দাবি, সেই উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানে বাধাগ্রস্ত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক সংসদ সদস্যের এমন বক্তব্য এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাবনা-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
