জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার ২০২৫ অনুষ্ঠিত।
শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়(পাইলট) এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ কিন্টার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি প্রফেসর মোঃ আমজাদ হোসেনের তত্ত্বাবধানে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ২৬টি প্রতিষ্ঠানের ১২৩৬ জন পরীক্ষার্থীর গ্রহণে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১ নং কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের পরিচালক আনিসউর রহমান স্বপন এবং ২ নং কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন আভা কিন্ডার গার্টেন এর পরিচালক জয়নুল আবেদীন।
কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…
