নিজাম উদ্দীন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মুভি বাংলা টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জোনায়েদ হোসেন জুয়েল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের রেজিস্ট্রেশন নং ৭১৬১ (৩৪৯/০৭)।
এলাকায় “জুয়েল স্যার” নামে সুপরিচিত এই সাংবাদিক দীর্ঘদিন ধরে তার কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন এবং সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
জুয়েল স্যার নিয়মিতভাবে তার টিভি রিপোর্ট এবং অনুসন্ধানী লেখনীর মাধ্যমে কিশোরগঞ্জ জেলার জনগুরুত্বপূর্ণ নানা সমস্যা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। তার প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে—
সামাজিক অসঙ্গতি,সড়ক ও জনপথের দুরবস্থা,জনভোগান্তি
এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের সংকটসহ সাধারণ মানুষের জীবন-সম্পর্কিত বিষয়সমূহ।
তার এসব দায়িত্বশীল সংবাদকর্ম তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া, তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক অনুসন্ধানী নিউজ প্রকাশ করে পরিচিতি ও গ্রহণযোগ্যতা উভয়ই অর্জন করেছেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর মোঃ জোনায়েদ হোসেন জুয়েল তার প্রতিক্রিয়ায় বলেন, “সাংবাদিক কল্যাণ পরিষদের এই দায়িত্ব আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। কিশোরগঞ্জ জেলার সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
স্থানীয় সাংবাদিক সমাজ আশা প্রকাশ করেছে, একজন দক্ষ, সৎ, মানবিক এবং সচেতন নেতৃত্ব হিসেবে জোনায়েদ হোসেন জুয়েলের দায়িত্ব গ্রহণ জেলা সাংবাদিকদের সংগঠনে নতুন দিক উন্মোচন করবে এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
