মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডি’র আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন। প্রার্থী হচ্ছে জাতীয় নেতা আধুনিক চাঁপাইনবাবগঞ্জের রূপকার ও মহানন্দা ব্রিজের স্থাপিত মরহুম এ্হসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। তিনি চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চাঁপাইনবাবগঞ্জে সর্ব-মহলে ব্যাপক পরিচিতি ও তরুণদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা আছে। কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক সক্রিয়। এই তরুণ নেতা স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আ স ম আব্দুর রবের একান্ত আস্থাভাজন। মুক্তিযুদ্ধের ধারক-বাহক ও স্বাধীনতার স্বপক্ষে শক্তি হিসাবে পরিচিতি আ স ম আব্দুর রবের ও জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষে তিনি ইতিমধ্যেই মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, তার পিতা মরহুম এহ্সান আলী খাঁন বাংলাদেশ রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি আধুনিক চাঁপাইনবাবগঞ্জের রূপকার। তারে হাত ধরেই শহরে আলিয়া মাদ্রাসা,চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নিউমার্কেট, মাছ- বাজার, কাঁচা বাজার, শহীদ সাটু হল এবং শহরের প্রাণ মহানন্দা ব্রিজের স্থাপিত সাথে সক্রিয় ভূমিকা রেখেছিল। এছাড়াও তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমিক ও সংস্কৃতিক ওয়ালা ব্যাক্তিত্ব। মোঃ ফজলুর ইসলাম খাঁন (সুমন), তার পিতার রাজনীতি আদর্শকে ফলো করে দলীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত একজন সংগঠক হিসেবে ইতোমধ্যে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘদিন ধরে জেএসডি’র রাজনীতির সঙ্গে জড়িত থেকে তৃণমূলের কর্মীদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় মানুষের সমস্যার সমাধানে সরব থাকার কারণে এলাকায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়ার বিষয়ে সুমন বলেন, “চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করতে চাই। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাকেই মূল শক্তি হিসেবে নিয়ে আগামী আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই।”জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে সুমনের প্রার্থীতা দলেও ইতিবাচক সাড়া ফেলেছে। দলীয় মনোনয়ন পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলেও তারা বিশ্বাস করেন।স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজতর করা, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে একটি উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। সুমন বলেন, “চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে এখানকার শিক্ষা, যোগাযোগ, শিল্প, কৃষি সবখাতেই বড় পরিবর্তন আনা সম্ভব। আমি জনগণের সঙ্গে মিলে একটি উন্নত, নিরাপদ ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই।”স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যেও তার প্রার্থিতা নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে নানা আলোচনা-সমালোচনা। নতুন মুখ হিসেবে মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমনের আগ্রহ সে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তিনি জনগণের দুঃখ – সুখের সাথী হতে চাই। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়নের যা যা করনীয়, তা জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার জ্ঞাপন করে।
