ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Mahamudul Hasan Babu
December 16, 2025 8:05 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন ও প্রেসক্লাব পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের সূচনা হয়। ভোরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্নয়ে নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন পুলিশ সুপারসহ স্কুল কলেজ প্রধানগন ফুলের শ্রদ্ধান্জলি জানায়। সকাল ৭টায় প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার মুক্তিযুদ্ধা ও বিজয়ের ইতিহাস তুলে ধরেন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্নয়ে শরীরচর্চা অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে অনুরুপ কর্মসূচী পালন করা হয়। এদিকে জামায়াতে ইসলামীর উদ্যোগে স্ব স্ব এলাকার বর্নাঢ্য বিজয়র্্যালী অনুষ্ঠিত হয়েছে।