ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

বাসাইলে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
December 16, 2025 8:22 am
Link Copied!

শরীফুজ্জামান, বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন দিনব্যাপী বর্ণিল কর্মসূচী গ্রহণ করেছে।

এ কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া আয়োজন ও বিজয় মেলা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬ টা ৬ টা ৩৬ মিনিটে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় ও পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারি, অর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরণ এবং পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।

কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশনী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী মোছা. আকলিমা বেগম বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ অর্জন জাতিকে দিয়েছে নিজস্ব মানচিত্র ও পতাকা। মহান বিজয় দিবসের সকল কর্মসূচিতে বাসাইলবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন।

বাদ জোহর মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।