ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসের অনুষ্ঠানে দলীয় স্লোগান দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের বাধা দিলেন ইউএনও

Mahamudul Hasan Babu
December 17, 2025 6:21 am
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার তাৎক্ষণিক হস্তক্ষেপে স্লোগান দেওয়া বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
​মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন।
​এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলেন, “এটি একটি সরকারি অনুষ্ঠান। এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না।”
​ইউএনও’র এই বক্তব্যের পর কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে উত্তেজনা তৈরি হলেও, পরে স্লোগান দেওয়া বন্ধ হয় এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যথারীতি সম্পন্ন হয়।
​এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন দাবি করেন, তারা কোনো দলীয় স্লোগান দেননি, এমনকি ধানের শীষের নামেও কোনো স্লোগান দেননি। তিনি বলেন, “আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। ইউএনও’র আচরণ অনভিপ্রেত।”
​ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।