সবুজ হোসেন, নওগাঁ: পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) বেলা ১০টায় নওগাঁ শহরের বই পট্টি এলাকায় অবস্থিত আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরেং শেয়ারিং সিস্টেমস ফর ডেভেলপমেন্ট ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।
কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ন্যায়সঙ্গত রূপান্তর (Just Transition) এবং স্থানীয় পর্যায়ে সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এসময় ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল আমিন পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন। এছাড়া এরিয়া অফিসার মাকসুদা খানম এবং টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশগত ইস্যুতে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
কর্মশালায় নওগাঁ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিবেশ ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আরও দায়িত্বশীল ও সচেতন সাংবাদিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
