মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া , পাবনা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গুড়া । হাদির ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভাঙ্গুড়া উপজেলা শাখা।
শুক্রবার বেলা ২টায় ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হাদি হত্যার বিচার চেয়ে এবং খুনিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে।
“বক্তারা আরও বলেন:সহস্র শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রশাসনের চরম ব্যর্থতা।এক ওসমান হাদিকে হারিয়ে বিপ্লব স্তব্ধ করা যাবে না; লক্ষ হাদি রাজপথে নেমে আসবে।
প্রশাসনকে সতর্ক করে তারা বলেন, দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মো.সাদিক ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো.আবু হুরায়রা রিদয় এছাড়া আরো উপস্থিত ছিলেন আ.মালেক , শফিকুল ইসলাম, রাজিব আহমেদ সহ প্রমুখ।
