ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Mahamudul Hasan Babu
December 19, 2025 2:49 pm
Link Copied!

তারাগঞ্জ (রংপুর)আধিপত্যবাদ বিরোধী ইনসাফ ও আজাদির সংগ্রামে আত্মত্যাগকারী বিপ্লবী বীর শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তারাগঞ্জ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন চৌপতি বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ন্যায়বিচার, প্রতিবাদ ও স্বাধীনচেতা মানুষের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

বক্তারা আরও বলেন, একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি চলে, তবে জনগণ চুপ করে বসে থাকতে পারে না।

দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।