ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ও মেডিকেলসহ দেশের সেরা বিদ্যাপীঠে সুযোগ, পঞ্চগড়ে ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

Mahamudul Hasan Babu
December 20, 2025 5:58 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পঞ্চগড়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সমন্বয়ক এ্যাডভোকেট মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং মকবুলার রহমান সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, প্রত্যন্ত জেলা পঞ্চগড় থেকেও শিক্ষার্থীরা আজ দেশের শীর্ষ বিদ্যাপীঠে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে—এটি অত্যন্ত গর্বের। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেম নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোট ২০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।