একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :খুনি হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যা কান্ডের সাথে জড়িত শেখ হাসিনা ও তার সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
দেবীগঞ্জ উপজেলা চত্বরের বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলা শাখা এ বিশাল সমাবেশের আয়োজন করে। মাওলানা আবুল বাশার বসুনিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং সমাবেশের সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নায়েবে আমীর ও পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন।
প্রধান মেহমান মাওলানা মফিজ উদ্দীন বলেন, আওয়ামী লীগ দল সব সময় ইসলামের বিরুদ্ধে ছিল। দেশের সব বিশ্ববিদ্যালয়ের হলের নামকরন থেকে ইসলাম শব্দ তুলে দিয়েছিল। জামায়াতের কোন লোক কারো জমি দখল করেনি। যদি কেউ দখল করে খাকে তাহলে থানায় অভিযোগ দেয়া লাগবে না। আমাদের কাছে বলবেন আমরাই বিচার করবো। আওয়ামী লীগ সরকার বিডিআর বিদ্রোহ সৃষ্টি করে ৫৭ জন সেনা বাহিনীর অফিসারকে মেরে ফেলেছে। সেনাবাহিনীর অফিসারকে মেরে ফেলার পর ২ দিন পর সেনা বাহিনীকে পিলখানায় ঢুকতে দিয়েছে। হাসিনার খুনি সরকার বিডিআর বিদ্রোহ করে শুধু অফিসারদেরকেই মেরে ফেলেনি, তারা বিডিআরের নামটা পর্যন্ত মুছে দিয়েছে। তারা একটি বাহিনীকে একটি গার্ডে পরিনত করেছে। তারা পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করেছে। তারা পুলিশের সাথে জনগনকে হেয় করেছে।
প্রধান মেহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। কিন্তু তার পরেও জামায়াতের নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। জামায়াতের লোকেরা জনগনের সাথে কখনো বেইমানী করেনি। কিন্তু আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করে দেশ থেকে পালিয়ে গেছে।
তিনি বলেন, ১৯৫৭ সাল থেকে আজ পর্যন্ত এদেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়নি। আপনাদের কাছে অনুরোধ করছি এদেশে একবার ইসলামি শাসন ব্যবস্থা চালু করেন। একটি ইসলামি রাষ্ট্রের রোল মডেল হিসেবে গড়ে তুলেন বাংলাদেশকে। শেখ হাসিনাসহ তার নেতারা আজ বাংলাদেশে নেই। তারা বাংলাদেশ থেকে পালাবে না। বিএনপির মহাসচিবের বাসায় গিয়ে কাদের মিয়া থাকতে চেয়েছিল কিন্তু আজ তারা দেশ থেকে পালিয়ে গেল।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, দেবীগঞ্জ উপজেলা তালবিয়াত সেক্রেটারি জাকিউর রহমান, উপজেলা শাখার সহ সেক্রেটারি লুৎফর রহমান, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর তালবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তাহের, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, দেবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর ও ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বেলাল হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশনের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাসেল আহমেদ, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ রুহুল আমীন। দেবীগঞ্জ উপজেলার ছাত্র শিবিবের শহর শাখার সভাপতি রুমন হোসাইন।
বিশেষ অতিথি ছাড়াও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর, সভাপতি, সাধারন সম্পাদকরা বক্তব্য দেন।
বিশাল এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা শাখার সকল কর্মী, সমর্থক, সুধী ছাড়াও সর্ব স্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।