ইকবাল বাহার, পঞ্চগড় দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ও বিতর্কিত আচরণের অভিযোগে আলোচিত পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম ওয়াহিদুজ্জামানকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়েছে এবং আগামীকালই পঞ্চগড় থেকে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য প্রদান করেছে। জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান, যিনি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, তাকে বদলি করা হয়েছে। তাকে আগামীকালই পঞ্চগড় থেকে অবমুক্ত করা হবে। পঞ্চগড়বাসীকে এ বিষয়ে ধৈর্য ধারণের অনুরোধ করছি। আপনাদের সব ধরনের প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন উদ্যোগ নেবে।”
পঞ্চগড়ে দায়িত্ব পালনকালে এ কে এম ওয়াহিদুজ্জামানের আচরণ, দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। একাধিক গণমাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচরণের অভিযোগ প্রকাশিত হয়, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।
স্থানীয়দের অনেকেই মনে করছেন, এই বদলি সিদ্ধান্তে সাময়িক স্বস্তি এলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। কারণ বদলি কোনো শাস্তি নয় বরং এক জেলা থেকে আরেক জেলায় পাঠিয়ে দিয়ে দায় এড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পঞ্চগড় সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম জুয়েল বলেন, দুর্নীতির অভিযোগ থাকলে শুধু বদলি করলেই হয় না। নিরপেক্ষ তদন্ত ছাড়া বদলি মানে অপরাধ আড়াল করা। আমরা চাই তারা বিরুদ্ধে আসা সকল অভিযোগ তদন্ত করে আইনের আওতায়ই নিয়ে আসতে হবে।
স্থানীয় ব্যবসায়ী শামিম হোসেন বলেন, এ ধরনের ঘটনায় আইনি ব্যবস্থা না হলে ভবিষ্যতে কেউই জবাবদিহির ভয় পাবে না।
আরেক নাগরিক তাহেরা বেগম বলেন, নারী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
সাধারণ মানুষের দাবি, এ কে এম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রশাসনিক বদলির মাধ্যমে ধামাচাপা না দিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আওতায় আনতে হবে। প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে প্রকৃত বার্তা দিতে হলে কেবল বদলি নয় আইনি জবাবদিহি নিশ্চিত করাই সময়ের দাবি।
