বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) যোহরের নামাজের পর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন শাহপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম আহসান হাবিব সাকি।
বিপ্লবী ছাত্র-জনতা, বগুড়া-এর আয়োজনে এবং ইনকিলাব মঞ্চ বগুড়ার আহ্বায়ক মুয়াজ বিন মোস্তাফিজের উপস্থাপনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, আপ বাংলাদেশ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা এবং নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
নামাজ শেষে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। তাঁর আদর্শ ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে বলে বক্তারা মন্তব্য করেন।
শান্তিপূর্ণ পরিবেশে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
