মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটে অবৈধভাবে দেশি ও বিদেশি যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট পৌর এলাকার উচাটারী এলাকায় সন্দেহজনকভাবে ওষুধ বিক্রির সময় স্থানীয়দের নজরে আসেন এক ব্যক্তি। তার কাছে থাকা ওষুধগুলো যাচাই করে সেগুলোর বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফরহাদ কবির (৩৫)। তার পিতা ধুলু মিয়া। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীর আলম মনসুর সোয়াইব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), লালমনিরহাট সদর। অভিযুক্ত ব্যক্তি ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭০ ধারার অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আলম মনসুর সোয়াইব জানান, অভিযুক্ত ফরহাদ কবির জনসমাগমপূর্ণ এলাকায় কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই ভারতীয় ‘মুভ’ মলম, সেনসোডাইনসহ দেশীয় হারবাল ওষুধ ‘সর্বসুধা’সহ মোট ছয় ধরনের ওষুধ বিক্রি করছিলেন। এসব ওষুধ যৌন উত্তেজক হিসেবে প্রচার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, “অনুমোদনহীন ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের অপরাধ দমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত লালমনিরহাট জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আবদুল খালেক বলেন, বাজারে অবৈধ ও ভেজাল ওষুধ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত এসব ওষুধ হৃদরোগ, কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই জনসচেতনতার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
