ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পিকনিকের নামে উচ্চস্বরে সাউন্ড, মাদক ও অপরাধ বাড়ছে এলাকাবাসীর উদ্বেগ, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি

Mahamudul Hasan Babu
December 20, 2025 12:58 pm
Link Copied!

রাকিবুল ইসলাম বাবু উত্তর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার উত্তরের সীমান্তঘেঁষা এলাকা ও নদী–নদী বেষ্টিত তিনটি উপজেলা এবং একটি থানায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে শীত মৌসুম এলেই ওইসব এলাকায় পিকনিকের নামে শুরু হয় উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো, যা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পিকনিকের আড়ালে গভীর রাত পর্যন্ত চলে অশালীন গান, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম। এতে অসুস্থ বৃদ্ধ, শিশু ও নারীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা রাতে ঘুমাতে পারছেন না, রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
এলাকাবাসী আরও জানান, পিকনিক কেন্দ্র করে গড়ে উঠছে জুয়ার আসর, মদের আড্ডা, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের মতো মাদক কর্মকাণ্ড। এসব অবৈধ কার্যক্রমের ফলে এলাকায় চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আগে আমাদের এলাকায় খুব শান্তি ছিল। এখন শীত আসলেই রাতে ঘুমানো দায়। নপিকনিকের নামে মাদক আর জুয়ার আসর বসে, ফলে অপরাধ বেড়ে গেছে।”আরেকজন প্রবীণ ব্যক্তি বলেন,
“উচ্চ শব্দের কারণে আমার মতো অসুস্থ মানুষদের খুব কষ্ট হয়। শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।”
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে।
এ বিষয়ে সচেতন মহল ও স্থানীয় জনগণ পিকনিকের নামে উচ্চ শব্দদূষণ বন্ধ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং নিয়মিত টহল জোরদার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এলাকাবাসীর শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করবে।