সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন রুবেল হোসেন (৪০) নামে এক যুবক। তিনি উপজেলার বড়বামনদহ মন্ডলপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি নিজ ঘরে আড়ার সাথে স্ত্রীর উড়না দিয়ে আত্নহত্যা করেন। আত্নহত্যাকারী রুবেল স্থানীয় কিনিক নাসিং হোমে নাইট গাট ও রিক্স্রা চালক ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও ওই কিনিকে আয়া পদে চাকুরী করেন।
নিহতের স্ত্রীর মর্জিনা জানান প্রতিদিনের মতই আমি সকালে খাওয়া শেষে কিনিকে চলে যায় হঠ্যাৎ করেই ১১.৩০ মিনিটের সময় খবর পাই যে আমার স্বামী আত্নহত্যা করেছেন। কেন আত্নহত্যা করলেন এমন প্রশ্নে তিনি জানান আমার স্বামী র্দীঘদিন যাবত পায়ের শিড়ার সমস্যায় ভুগতেছিলেন। অনেক জায়গা ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু তেমন কোন ফলাফল হয়নি। গত রাত্রেও সে পায়ের যন্ত্রনায় সারা রাত্র ঘুমাতে পারেননি। যন্ত্রনা সইতে না পেরে তিনি নিজে নিজে আত্মহত্যা করেছেন বলে জানান।
কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার এনায়েত হোসেন জানান রুবেল নামে একজন আত্মহত্যা করেছেন এমন খবরে আমরা ঘটনাস্থলে এসেছি, লাশের সুরাতহাল রির্পোট করা হয়েছে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি যে, তিনি আত্মহত্যা করেছেন, তবে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি তিনি নেশাগ্রস্থ মানুষ ছিলেন সে কারণে লাশের পোষ্টমডেম করা হবে এবং রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
