বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পারইল সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পারাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহক আলী সভাপতিত্বে ও পারইল ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মশিউর আলম টুকু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বি এন পির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বি এন পির ধানের শীষের মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম (রেজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, যুগ্ন আহ্বায়ক মিঠন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, জাহিদ হাসান শিমুল। আরো উপস্থিত ছিলেন ছাত্র দল,যুবদল,সেচ্ছাসেবক দল,তাতী দল,কৃষক দল,মহিলা দল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী।
এময় উপস্থিত নেত্রীবৃন্দ বলেন,সবাইকে ঐক্য বদ্ধ থেকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।কারণ ধানের শীষ য়দি বিজয় লাভ করে তাহলে কেবল সেটা ধানের শীষের বিজয় নয় বরং সেই বিজয় হবে বাংলাদেশের মানুষের বিজয়।তাই সকলকে ধানের শীষের বিজয় এর লক্ষ্যে কাজ করার আহবান জানান।
