ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসক সাইফুল ইসলাম

Mahamudul Hasan Babu
December 22, 2025 8:31 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:শীতের কনকনে রাতে উষ্ণতার বার্তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, নওগাঁ। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে রবিবার (২১ ডিসেম্বর) রাতে নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণভাবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের তীব্রতায় জড়ো হওয়া অসহায় ও পথচারী মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। ব্যস্ত সড়ক, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকায় রাতের বেলায় এই কার্যক্রম পরিচালিত হয়, যাতে প্রকৃত শীতার্তরা দ্রুত সহায়তা পান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের ভ্রাম্যমাণ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকে জেলা প্রশাসন, নওগাঁ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শীতার্তরা বলেন, গভীর রাতে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির।