আ. রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মোঃ রবিউল আলম, গাবসারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ ইয়াদুজ্জামান ও গোবিন্দাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মওলা। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় বিভিন্ন রাজনৈতিক দলের ৩ জনকে ৩টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
