এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় হোমনা ও বেলা সাড়ে বারোটায় তিতাস উপজেলা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.
সেলিম ভূঁইয়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্ৰহ করেন।
এ সময় হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
কুমিল্লা-২ নির্বাচনী এলাকার হোমনা-তিতাস উপজেলা থেকে
পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহের সময়
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে ছিলেন-
তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,
হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব
মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ হোমনা-তিতাস) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নে-তাকর্মী।
