মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় সাইবার দলের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, পাবনা জেলা শাখার সভাপতি শাহিনুর ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আসলাম শেখ-এর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়।
এ কমিটিতে এ এস এম ফারুক হাসান চপল সভাপতি, ও মো.জুয়েল হাসান কে সাধারণ সম্পাদক
, এ এস এম ফজলুল হাসান পলাশ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে জাতীয়তাবাদী সাইবার দল। আগামী ২১দিনের মধ্যে পুরো কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।বিভিন্ন নেতাকর্মীদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তারা বলেন, সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
