ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডি’র প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন

Mahamudul Hasan Babu
December 22, 2025 1:40 pm
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডির আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
২২ ডিসেম্বর সোমবার দুপুরে ১২ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় জেএসডির জেলা কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও এবাদত হোসেন সাহেব, জেএসডির নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম। এছাড়াও জেএসডির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র উত্তোলনের পর ফজলুর ইসলাম খাঁন সুমন সাংবাদিকদের বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। তিনি আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন কার্যক্রমে নির্বাচনী পরিবেশ ক্রমেই সরব হয়ে উঠছে।
উল্লেখ্য, প্রার্থীর বাবা মরহুম এহসান আলী খাঁন এই আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন এটি তাঁর বাবার সদর ৩ আসনটি এক সময়ের দুর্গ ছিলো। সন্তান হিসেবে বাবার এই আসনটি পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ।