মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শহীদ মোল্যা, সহ-সভাপতি মোছা. মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোছা. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস, অর্থ সম্পাদক কাকলী বেগম, সদস্য মনোয়ারা বেগম, সাহিদা বেগমসহ অন্যরা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ জানান, আজ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ১০ দিবস পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
