ঢাকাTuesday , 23 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মতবিনিময় সভা ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Mahamudul Hasan Babu
December 23, 2025 11:59 am
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং মহম্মদপুর থানা পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান।এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব প্রস্তুতি,ভোটকেন্দ্রসমূহের সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।জেলা প্রশাসক বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন।এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা,নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবা কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।