আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীর সাহারবাটি বাঙ্গাল পাড়ার খলিলুর রহমান মাষ্টারের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত হয়েছে। এসময় কন্যা শিশুসহ স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সাহারবাটি গ্রামে ইটভাটা ট্রলির সাথে মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুৃখি সংঘর্ষে তুহিন (৩৬) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় তাদের সাথে থাকা কন্যা সন্তান তানহা (১) ও স্ত্রী তমা (২৫) মারাত্মক ভাবে আহত হয়। নিহত তুহিন (বৈদ্যুতিক মিস্ত্রী) গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী হাসপাতাল পাড়ার জামাল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাংনী কাথুলী সড়কের নওয়াপাড়া রাস্তা হয়ে মোটরসাইকেল যোগে সাহারবাটি নামক গ্রামের সড়কে দুর্ঘটনা ঘটে। স্বামী স্ত্রী তার শিশু সন্তান নিয়ে শ্বশুর জাহাঙ্গীর হোসেনের বাড়ী একই উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রাম থেকে নিজ বাড়ি করমদি যাওয়ার পথে সাহারবাটি বাঙ্গাল পাড়ার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি সজোরে মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে মর্মাত্মিক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তুহিন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে। ঘটনার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তুহিনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিকভাবে আহত মা ও শিশু কন্যাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্য পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
