স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বুনাগাতী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে বুনাগাতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেনের নির্দেশনায় এবং বুনাগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন শিকদারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-ড.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ,যশোর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন মোল্লা,বুনাগাতী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ কবির মোল্লা, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য রবিউল ইসলাম,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সবুজ,যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের নেতা স্বাধীন আহমেদ, বুনাগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বুনাগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন শিকদার বিএনপির বর্ষীয়ান নেতা,মাগুরা জেলা বিএনপির ১নম্বর সদস্য,শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকুর সুস্থতার জন্য দোয়া করেন।
