এম এম এ রেজা পহেল ধর্মপাশা, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে আয়োজিত তারুণ্যের মাহফিল–২০২৫ (সিজন–১) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর থেকে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ও রাত্রিব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আশরাফুজ্জামান এবং পরিচালনায় ছিলেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
মাহফিলের প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন দেশের অন্যতম ইসলামিক স্কলার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি বদরুদ্দীন বিন ইসহাক আল-মাদানী (হাফিঃ)। তিনি বলেন, বর্তমান ফিতনা–ফাসাদের এই সময়ে তরুণ সমাজকে কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে মনোযোগী হতে হবে। ঈমান, তাকওয়া ও আল্লাহভীতির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করলেই ব্যক্তি ও সমাজ কল্যাণের পথে অগ্রসর হতে পারে। তিনি যুবসমাজকে দ্বীনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা রুহুল আমিন সাদী বলেন, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট আজ সমাজব্যবস্থাকে গ্রাস করেছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণ। তিনি তরুণদের আদর্শিক চিন্তা, সৎ চরিত্র ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্য এক বিশেষ আলোচক শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি মাসুম বিন সিরাজী (দা.বা.) মানব জীবনে তাকওয়ার গুরুত্ব ও প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তাকওয়া ছাড়া ঈমানের পূর্ণতা সম্ভব নয়। ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রেই তাকওয়াভিত্তিক আমল ও চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নুরুল আমিন, শাহিন উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাহবুবুল আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, আলী হোসেন, জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সভাপতি মামুন হোসেন বলেন, এই সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
মাহফিলের একপর্যায়ে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে দেশের অন্যতম শিল্পীগোষ্ঠী চেতনা শিল্পীগোষ্ঠী পরিবেশনা করে। পাশাপাশি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলের শেষ পর্যায়ে তরুণ ছাত্রসমাজ, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
