মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে উন্নয়ন মেলা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভাঙ্গুড়া উপজেলার বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে। দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার গ্রহণ করেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন।
এসময় বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মিল্টন, সহকারী শিক্ষক জাকির হোসেন, শরৎনগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী মো. রফিকুল আলম, চাটমোহর উপজেলার গুনাইগাছা পিসিডির শাখা ব্যবস্থাপক নাসিমুজ্জামান নাসিম, পিসিডির স্বাস্থ কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মসিউর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবীণ এবং যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
