ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার

Mahamudul Hasan Babu
December 24, 2025 2:41 pm
Link Copied!

আবু রায়হান | বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর ঘোষিত ২৩৭টি আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকাতেও শহিদুল আলম তালুকদারের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে পটুয়াখালী-২ আসনের মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে একাধিক প্রার্থীর আগ্রহ এবং মতবিরোধ প্রকাশ পায়। এ আসনে বিএনপির আরও দুইজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর উপজেলা বিএনপির একটি অংশ একাধিকবার মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
দলীয় সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা, অতীত নির্বাচনী অভিজ্ঞতা এবং সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত শহিদুল আলম তালুকদারকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।
উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে বিএনপির প্রার্থী হিসেবে শহিদুল আলম তালুকদার নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো ওই আসনে আওয়ামী লীগের একচেটিয়া প্রভাব ভাঙতে সক্ষম হন।
তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করায় এ আসনে তার একটি সুসংগঠিত রাজনৈতিক ভিত্তি রয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালী-২ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেলেও দলীয় অভ্যন্তরীণ অসন্তোষ কীভাবে সামাল দেওয়া হবে—তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এদিকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদুল আলম তালুকদার।