ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আইউব বিন মুসার মনোনয়নপত্র সংগ্রহ

Mahamudul Hasan Babu
December 24, 2025 3:38 pm
Link Copied!

‎আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী মাওলানা মোহাম্মদ আইউব বিন মুসা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিচুর রহমান, বায়তুল মাল সম্পাদক নুরুল আমিন আজাদীসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
‎এছাড়াও প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব মাহমুদ রুমী।
‎নেতৃবৃন্দ এ সময় বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বাউফলবাসী দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন।