রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর থানা-পুলিশে বদলির হিড়িক চলছে। বদলির তালিকায় রয়েছে কনস্টবল থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যন্ত। একের পর এক বদলিতে জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পুলিশী কার্যক্রম। এসব ঘটনায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসানের ‘অপেশাদারিত্ব আচরণকে’কারণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগ উঠেছে, এএসপি ইমরুল হাসান অপেশাদারিত্ব আচরণ করেন। তাঁর নেতিবাচক আচরণে থানায় জনবলের সংকটের সৃষ্টি হয়েছে। তবে এনিয়ে থানা-পুলিশ প্রকাশ্যে মুখ না মুখলেও তাঁদের মাঝে চাপা ক্ষোভ লক্ষণীয়।
অনুসন্ধানে জানা গেছে,গত ১২ জুন এএসপি ইমরুল হাসান ইসলামপুর সার্কেলে যোগদান করেন। তাঁর অপেশাদারিত্ব আচরণে মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে কনস্টবল থেকে ওসি পদমর্যাদা অন্তত ডজন খানেক পুলিশ সদস্য বদলি হয়ে চলে যান। অন্য কোথাও থেকে বদলি হলেও সহজেই এ থানায় আসতে চান না বলেও গুঞ্জন রয়েছে। বিপরীতে অনেকেই বদলি নিয়ে চলে যাচ্ছেন। ফলে দিন যতই যাচ্ছে,থানায় ততই জনবল সংকট তীব্র আকার ধারন করেছে।
গত ১৬ জুন ওসি সাইফুল্লাহ সাইফ বদলি হন পাশ্ববর্তী মাদারগঞ্জ মডেল থানায়। এরপর কয়েক সপ্তাহের ব্যবধানে একই থানায় বদলি হন দুইজন এসআই, একজন এএসআই এবং দুইজন কনস্টবল। এরপর অন্যত্র বদলি হন আরও পাঁচ এসআই। সর্বশেষ গত ৮ ডিসেম্বর আরও দুই এসআই বদলি হন। এ ছাড়া ওসি (তদন্ত) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এসময়ের মধ্যে এসআই পদে এ থানায় যোগদান করেন মোহাম্মদ কামাল হোসেন নামে একজন। তাঁরও ইতিমধ্যে সিলেট রেঞ্জে বদলির আদেশ হয়েছেন।
থানা সূত্রে জানা গেছে,বর্তমানে থানায় পাঁচজন এসআই, আটজন এএসআই এবং ৩৩ জন কনস্টবল নিয়ে আইনশৃংখলা রক্ষায় নবাগত ওসি আব্দুল কাইয়ুম গাজী প্রাণপণ চেষ্টা চলাচ্ছেন।
থানা এলাকায় রয়েছে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন। পৌর শহরে তিনটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১৫টি বিট পুলিশিং এলাকা রয়েছে। প্রতিটি এলাকায় একজন বিট পুলিশিং কর্মকর্তা (এসআই) এবং একজন সহকারী বিট পুলিশিং কর্মকর্তা (এএসআই) থাকার কথা। এ ছাড়া থানা এলাকায় রয়েছে যমুনা নদীর মধ্যবর্তীসহ উপকূলীয় অঞ্চল। ওইসব দুর্গম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ইঞ্জিন চালিত নৌকাযোগে আসা-যাওয়া করতে হয়। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কাজেও অংশ নিতে হচ্ছে থানা-পুলিশকে।
স্থানীয় যুবদল নেতা মিজানুর রহমান বলেন,’আমি একটি কাজের জন্য সার্কেল অফিসারের সঙ্গে দেখা করতে তাঁর অফিসে গিয়েছিলাম। তিনি আমার সঙ্গে অসদাচরণ করেছেন। আমার কোনো কথাই তিনি শোনেনি। তাঁকে একই আচরণ করতে দেখা যায় পুলিশ সদস্যদের সঙ্গেও।
বিএনপির কর্মী ফরহাদ হোসেন বলেন, ‘সার্কেল অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এর আগেও তিনি থানায় ওসির কক্ষে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে অপদস্ত করেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ‘এএসপি ইমরুল হাসান যোগদানের সময় থানায় ১২-১৪ জন এসআই ছিলো। এখন পাঁচজন আছেন। তাঁর অপেশাদারিত্ব আচরণের কারণেই জনবল সংকট সৃষ্টি হয়েছে।’
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘ইতিমধ্যে অনেকেই বদলি হওয়ায় জনবল সংকটের সৃষ্টি হয়েছে। জনবলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি, শিগগিরই কাঙ্ক্ষিত জনবল পাব।’
ইসলামপুর সার্কেলের এএসপি ইমরুল হাসান বলেন, ‘অযথা অভিযোগ করা হচ্ছে। আমি অত্যন্ত জনবান্ধব। সবসময় সেবা দেওয়ার চেষ্টা করি। সহকর্মী পুলিশের প্রতি আমি যথেষ্ট আন্তরিক।’
