ঢাকাFriday , 26 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ভাঙ্গুড়া পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. বাদল আকন্দ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Mahamudul Hasan Babu
December 26, 2025 6:47 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া , পাবনা : শুক্রবার (২৬ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভাঙ্গুড়া প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদল আকন্দ। তিনি বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

এখন থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না।

আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। তিনি পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের পথ পদবী নিবে না। দেশের সাধারণ নাগরিক হিসেবে সৎ যোগ্য প্রার্থীকে তার মূল্যবান ভোটটা প্রদান করবে।