মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: এসো মিলি প্রাণের টানে, কুমার নদের তীরে” এই শ্লোগান নিয়ে গতকাল মাগুরার শ্রীপুরে এস এস সি ৮৭ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে পুনর্মিলনী অ নুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠান সূচীতে ছিলো রিপোটিং ও রেজিষ্ট্রেশন, নাস্তা গ্রহন ও উপহার বিতরণসহ পারস্পরিক পরিচিত, আনুষ্ঠানিক উদ্বোধন ও স্মরনিকা উম্মোচন ও মৃত স্বজনদের জন্য দোয়া,বার্ষিক সাধারণ সভা, স্মৃতি চারণ, শিক্ষক মন্ডলির সাথে কুশল বিনিময়, ফটোসেশন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,র্্যাফল ড্র এব রাতে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।
শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, সাবেক সহকারী শিক্ষক মোঃ
শফিউদ্দিন খান, বিমল বিশ্বাস, অজিত কুমার বিশ্বাস, পরিমল বিশ্বাস, অধীর কুমার পাল ও জোয়ার্দ্দার আবুল কাশেম।
এস এস সি ৮৭ ব্যাচের বন্ধু এবং শিক্ষকদের এ মিলন মেলা ও পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা জানান- ২০২০ সালে করোনা কালীন সময়ে আমাদের যাত্রা শুরু,আমাদের উদ্দেশ্য বন্ধুদের মধ্যে সম্পর্ক জোরদার করে সামাজিক সাংস্কৃতিক এবং জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে আরো বেশি করে সম্পৃক্ত করা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান, ১০জন অভাবি লোককে উন্নত মানের ইন্জিন চালিত ভ্যান প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১০২ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা, স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস প্রদানসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
